মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়া, এরশাদ ও খালেদা জিয়া মিলে ২৯ বছর ক্ষমতায় ছিল। আমরা ২২ বছর। ২৯ বছরে তারা দেশের কোনও উন্নতি করেনি। কারণ তারা চায়নি এদেশ স্বাধীন হোক। তারা চেয়েছিল, বাংলাদেশও পাকিস্তানের মতো ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র হোক। কয়েকদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর চেয়ে পাকিস্তান আমল ভালো ছিল। কোন দিক দিয়ে ভালো ছিল?
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে বীর মুক্তিযোদ্ধা আবু মুছা চৌধুরী স্মরণে শোকসভায় মন্ত্রী এসব কথা বলেন।
আবু মুছা চৌধুরী শোকসভা কমিটির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। শোকসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘বিশ্বে বাংলাদেশ আজ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল। আর তারা বলে পাকিস্তান আমল ভালো ছিল। আসলে পাকিস্তানের ভূত তাদের মাথা থেকে যায়নি। এসব মিথ্যাচার শুনলে আজও বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, শহীদদের আত্মার অসম্মান হয়। তাদের মুখে শেখ ফরিদ, বগলে ইট। এদেশে থেকেও তারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে না। তাদের যাতে রাজনৈতিক কবর রচিত হয়, সেজন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো আবু মুছা চৌধুরী মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া তুচ্ছ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তিযুদ্ধে তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আবু মুছা চৌধুরী মুক্তিযুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি অপারেশন জ্যাকপট, অপারেশন আউটার অ্যাংকর, অপারেশন অ্যাভলুজ ছাড়াও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, নারায়ণগঞ্জের কাছে জাতিসংঘের পণ্যবাহী জাহাজ ডুবিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘তরুণ প্রজন্মকে আজ জানতে হবে আমরা মুক্তিযুদ্ধ কেন করেছিলাম। পাকিস্তান হয়েছিল বাঙালির ভোটে। অথচ আমাদের বাংলা ভাষার দাবিকে তারা অস্বীকার করেছিল। তাই ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধু মুক্তি সংগ্রাম শুরু করেন। ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হওয়ার পরও তারা আমাদের ক্ষমতা দেয়নি।’
সভায় সভাপতির বক্তব্যে একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, ‘রাজধানী হওয়া উচিত ছিল ঢাকায়, হলো পশ্চিম পাকিস্তানে। কিছুই হলো না পূর্ব পাকিস্তানে। এমনকি ভাষাকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। এ কারণে ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু।’
সুলতানা কাজীর সঞ্চালনায় সভায় প্রয়াত আবু মুছা চৌধুরীর সহধর্মিনী মরিয়ম আক্তার আবেগ আপ্লুক্ত হয়ে বলেন, ‘উনি জীবদ্দশায় কিছুই চাননি। জাতি যেন উনাকে মনে রাখে, সে ব্যবস্থা করে দেবেন এটাই অনুরোধ।’
সভায় আরও বক্তব্য রাখেন, নৌ-কমান্ডো অ্যাসোসিয়েশনের মহাসচিব অনিল বরণ রায়, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ হাশেম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠস্বর রাখাল চন্দ্র বণিক, নৌ-কমান্ডো বদিউল আলম শাহ, নৌ-কমান্ডো মো. আনোয়ার মিয়া ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী প্রমুখ।