Top
সর্বশেষ

হাজীগঞ্জে আরও দুই ডাকাত গ্রেপ্তার

১২ অক্টোবর, ২০২২ ৫:০০ অপরাহ্ণ
হাজীগঞ্জে আরও দুই ডাকাত গ্রেপ্তার
হাজীগঞ্জ প্রতিনিধি :

এবার বরিশাল ও মতলবের দুই ডাকাতকে গ্রেপ্তার করলো হাজীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জে আরও দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আটককৃত আসামীরা হলো, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারি বাড়ির সাইফুল ইসলাম ও বরিশাল জেলার মো. রাসেল।

তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার দিবগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়।

গত ১০ অক্টোবর সোমবার হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাতকে আটক করা হয়েছিল। ওই সময় ডাকাত দলের বাকী সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। ওই মামলায় বেগমগঞ্জের বেলাল হোসেন (৩৫), ফরিদগঞ্জের রোমন বেপারী সুমন( ৩৫) কে জলেহাজতে পাঠানো হয়।

শেয়ার