Top
সর্বশেষ

শেরপুরে দুইদিন ব্যাপি সাহিত্য মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

১২ অক্টোবর, ২০২২ ৯:০৩ অপরাহ্ণ
শেরপুরে দুইদিন ব্যাপি সাহিত্য মেলা উপলক্ষে প্রস্তুতি সভা
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে আগামী ২২ ও ২৩ অক্টোবর দুই দিন ব্যাপী সাহিত্য মেলা অনুষ্ঠান উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সাহিত্য মেলা উপলক্ষে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।

এসময় অন্যান্য অতিথি ও জেলার বিভিন্ন সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিররুল আহম্মেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ মোর্শেদ, শেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক শিব সংকর কারুয়া, উদিচি সভাপতি অধ্যাপক তপন সারোয়ার, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা সরকারী গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান মো. সাজ্জাদুল করিম, নৃত্য শিল্পী শিক্ষক কমল চক্রবর্তি, কবি সংঘ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি কবি তালাত মাহমুদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সাংবাদিক রফিক মজিদ, চারু ধ্বনি ছাড়া পরিষদের সভাপতি মোস্তাফিজুল হক, মহারশি সাহিত্য পরিষদের সভাপতি সামছুল আলম শামীম, আবৃত্তিকার শ্যামলি মালাকার প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় জেলা বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিক, লেখক, গবেষক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার