Top
সর্বশেষ

ভোলার চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্ঠে যুবক নিহত

১৪ অক্টোবর, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
ভোলার চরফ্যাশনে বিদ্যুৎপৃষ্ঠে যুবক নিহত
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাসনে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে মো. কুদ্দুস (২৬) নামের এক নিহত মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ওমরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক মো. কুদ্দুস চরফ্যাশন পৌরসভার ২নং ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে।

স্বজন ও পরিবার সূত্রে জানায়ায়, নিহত যুবক কুদ্দুস ওমরপুর ইউনিয়নে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকালে শ্বশুর বাড়ির সুপারী বাগানে গাছে পাকা সুপারী দেখে গাছে উঠেন। অসাবধানতাবসত গাছ সংলগ্ন পল্লী বিদ্যূৎতের তারে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে ছিটকে পরে যান। এসময়ে স্বজনেরা ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

চরফ্যাশন থানার ওসি মো. মোরাদ হোসেন বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার