‘শুদ্ধ চিন্তা মুক্ত থাকুক যুক্তির আশ্রয়ে’ এ স্লোগানকে সামনে রেখে দেশের ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার বিতার্কিকের অংশগ্রহণে চাঁদপুরে শুরু হয়েছে ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব। ১৪ অক্টোবর শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আনন্দঘন পরিবেশে উৎসবের উদ্বোধন করেন ভাষাবীর এম এ ওয়াদুদ ট্রাস্টের সভাপতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, আমাদের নতুন প্রজন্মকে মুক্ত চিন্তা, যুক্তিবাদী, বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব এবং প্রযুক্তি উদ্ভাবনে দক্ষ মানবিক ও সৃজশীন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। বিতর্ক চর্চা একজন মানুষকে যুক্তিবাদী হতে শেখায় এবং ভাষার ওপর দক্ষ করে তুলে। যে কোন বিষয় নিয়ে শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তার বাহিরেও প্রসারতা ও গভীরতা অনেক বাড়াতে সহযোগিতা করে। এর মধ্যে সবচাইতে বড় বিষয় হচ্ছে বিতর্ক। এ বিতর্ক পরমতসহিষ্ণ হতে শেখায়। বিতর্কের মাধ্যমে সে জানে একই বিষয়কে অনেক দিক থেকে দেখবার সুযোগ রয়েছে এবং অনেক ধরণের যুক্তি রয়েছে তার পক্ষে বিপক্ষে। দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক চর্চা শুরু করতে চাই।
তিনি বলেন, চাঁভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২ তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে। আর তাতে সারা দেশ থেকে এসেছে বিতার্কিকরা। এটি সম্ভবত বিতর্ক উৎসবের সর্ববৃহত মিলন মেলা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা যে বিতর্ক উৎসব করছি, এটি এযাবৎকালে দেশের সবচেয়ে বড় বিতর্ক উৎসব, যা একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এখানে দেশসেরা বিতার্কিকেরা অংশ নিয়েছে। আমরা চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিতর্কের চর্চা হোক। তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করব।’
ভাষাবীর এম এ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসবের চেয়ারম্যান সাব্বির আজমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) সাবেক সভাপতি আবদুন নূর তুষার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান,
জাতীয় পর্যায়ের এই বিতর্ক উৎসবে ৩২টি বিশ্ববিদ্যালয়সহ প্রায় ১৫০ শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার শিক্ষার্থীর সমাগম হয়। উৎসব চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।