Top
সর্বশেষ

এসএমই খাতের উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি

১৫ অক্টোবর, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
এসএমই খাতের উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি
নিজস্ব প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তারাই অর্থনীতির মূল চালিকা শক্তি বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই)।

শনিবার (১৫ অক্টোবর) ডিসিসিআই আয়োজিত ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ : অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রযাত্রা’ শীর্ষক ওয়েবিনারে ব্যবসায়ী নেতারা এ মত প্রকাশ করেন।

ঢাকা চেম্বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি আরমান হক ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বারের সদস্যভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী এই ওয়ার্কশপে যোগ দেন এবং বিয়ন্ড রেড ওশান কনসালটিংয়ের বিজনেস কোচ মলয় চক্রবর্তী অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আরমান হক বলেন, ডিসিসিআই বিজনেস ইনস্টিটিউট উদ্যোক্তাদের দক্ষতা অর্জনে বছরব্যাপী বেশ কিছু প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। ‘বিজনেস মাস্টারক্লাস’ কোর্সটি অংশগ্রহণকারীদের দক্ষতা অর্জনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, তথ্য-প্রযুক্তির কল্যাণে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় প্রতিনিয়ত পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আমাদের উদ্যোক্তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই।

আরমান হক বলেন, এসএমই খাতের উদ্যোক্তারাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং এখাতের উদ্যোক্তাদের দক্ষতা অর্জন নিশ্চিত করা সম্ভব হলে, সারা দেশে আরো বেশি হারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি বিকশিত হবে দেশের সামগ্রিক অর্থনীতি।

বিয়ন্ড রেড ওশান কনসালটিংয়ের বিজনেস কোচ মলয় চক্রবর্তী বলেন, সারা পৃথিবীতে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। যার ফলে দেখা যায়, ব্যবসা শুরুর পাঁচ বছর পর এসএমই উদ্যোক্তাদের একটি বড় অংশই নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হন।

মলয় চক্রবর্তী বলেন, এ কোর্সে বিশেষ করে সময়, মূলধন ও ব্যবস্থাপনার দক্ষতা অর্জনের ব্যাপারে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার