Top

পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

১৫ অক্টোবর, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
পিরোজপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
পিরোজপুর প্রতিনিধি :

“দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকবাল কবিরের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাধবী রায় সহ কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে। যাতে যারা চোখে দেখে তারা তাদের চলাচলে সহযোগিতা করে। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে প্রযুক্তির ব্যবহার করলে তাদের জীবন-মান আরো উন্নত হবে। পরে আলোচনা সভায় উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদাছড়ি প্রদান করেন অতিথিরা।

 

শেয়ার