Top

ভোলায় ইলিশ মাছ ধরায় ৩৪ জেলে আটক

১৫ অক্টোবর, ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
ভোলায় ইলিশ মাছ ধরায় ৩৪ জেলে আটক
ভোলা প্রতিনিধি :

ভোলায় মেঘনা-তেঁতুলিয়া নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ৩৪ জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪ টি ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১৫ অক্টেবর) ভোলা জেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আটক ৩৪ জেলের মধ্যে জেলা সদর উপজেলার ২৯ ও লালমেহন উপজেলার ৫ জেলে রয়েছেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ এ তথ্য নিশ্চিত করে বলেন। মা ইলিশ শিকার অপরাধে শনিবার ভোরের দিকে ভোলা সদরের মেঘনা ও তেতুঁলিয়া থেথে ৪টি ট্রলার, ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫ কেজি ইলিশসহ ২৯ জেলে ও লালমোহন উপজেলার থেকে ৫ জেলেকে আটক করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জব্দ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এছাড়া ভোলা সদরের তেঁতুলিয়া নদী থেকে আটক ২৯ জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ১ জেলেকে ৫ হাজার টাকা জরিমানা ও ২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বাকি জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লোখ্য-গত ৭ অক্টোবর মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদফতর ২২ দিনের জন্য ভোলার মেঘনা ও তেতুঁলিয়াসহ ১৯০ কিলোমিটার নদীকে অভয়াশ্রম ঘোষনা করে ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ ঘোষনা করেন।

 

শেয়ার