Top
সর্বশেষ

সুনামগঞ্জে আবারো বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুকুট

১৭ অক্টোবর, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
সুনামগঞ্জে আবারো বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুকুট
সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আবারও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুকুট (মটর সাইকেল) ৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন ইভিএম এ প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন।

১২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিজয়ী নুরুল হুদা মুকুট পেয়েছেন ৬১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের মনোনীত খায়রুল কবির রুমেন(ঘোড়া)। তিনি পেয়েছেন ৬০৪ ভোট। ভোটের ব্যবধান ৮।

নির্বাচনে এই দুজন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বী করেন। উল্লেখ্য, নুরুল হুদা মুকুট সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।এর আগে ২০ বছর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিগত দিনে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন । বিদ্রোহী প্রার্থী হওয়ায় জেলা আওয়ামীলীগ তাকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে সাংগঠনিকভাবে বহিষ্কার করা হয়।

 

শেয়ার