Top
সর্বশেষ

শাল্লায় জেলা পরিষদ সদস্যে চেয়ারম্যানের ছেলের বিজয়

১৭ অক্টোবর, ২০২২ ৭:৪৬ অপরাহ্ণ
শাল্লায় জেলা পরিষদ সদস্যে চেয়ারম্যানের ছেলের বিজয়
শাল্লা প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন শাল্লায় এমপি প্রতিনিধির ছেলে টিকেন্দ্র কুমার দাস বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রবিবার শাল্লা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করা হয়।

টিকেন্দ্র কুমার দাস বক প্রতীকে পেয়েছেন ২৬ ভোট, তার নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস ছালাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ভোট। উপজেলায় ৫৫টি ভোটের মধ্যে মোট ভোট পড়েছে ৫৩টি। ইভিএম মেশিনের মাধ্যমে প্রার্থীরা তাদের ভোট প্রদান করেন।

এবিষয়ে প্রিজাইডিং অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান বলেন, ইভিএমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারিভাবে বিজয়ী প্রার্থী টিকেন্দ্র কুমার দাস বলেন, এ বিজয় শাল্লাবাসীর। উপজেলার সকল ভোটারদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

শেয়ার