Top

খুবি শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বশেমুরবিপ্রবি’তে মানববন্ধন

২৮ জানুয়ারি, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
খুবি শিক্ষক-শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বশেমুরবিপ্রবি’তে মানববন্ধন
বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২১২তম সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানানো, শৃঙ্খলা-পরিপন্থী কাজে যুক্ত থাকা ও অসদাচরণের অভিযোগ এনে ৩শিক্ষক ও ২ শিক্ষার্থীকে বহিষ্কারাদেশের প্রতিবাদে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)।

বৃহস্পতিবার (২৮জানুয়ারী )  বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে উপস্থিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্ত চিন্তার কেন্দ্র। এখানে শিক্ষার্থীরা তাদের মুক্তচিন্তাকে বিকশিত করবে এবং তাদের যে কোন ন্যায্য দাবি আদায়ে সর্বদা প্রতিবাদ করবে। কিন্তু তাদের প্রতিবাদকে অন্যায় হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা খুবি প্রশাসনের উচিত হয়নি।

তিনি বলেন, একজন শিক্ষার্থী তার ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদ সমাবেশ করতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের সাথে অধিকার আদায়ে সহযোগীতা করবে। কিন্তু সেটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হুমকি স্বরূপ বিবেচনা করাকে প্রশাসনিক দূর্বলতা কিংবা দূর্নীতিকে ইঙ্গিত করা বুঝায় বলে জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত অন্যান্য শিক্ষকদের মধ্যে বাংলা বিভাগের অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলো জাতির মেরুদন্ড। কিন্তু এই মেরুদন্ড যদি জাতির উন্নতির কথা চিন্তা না করে অবনতির কথা চিন্তা করে, তাহলে জাতির জন্য সেটা হুমকি স্বরূপ।

তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে দূর্নীতি ও শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরনে শিক্ষার্থীদের যুক্তিক আন্দোলনে একাত্ত্ব প্রকাশ করায় ১বছর পর ৩শিক্ষক ও ২শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানানো কোনো অপরাধ হতে পারেনা বরং বিবেকবান অভিভাবক হিসেবে শিক্ষকরা তাদের যথার্থ কাজটি করেছেন। কিন্তু বিনা কারনে শিক্ষক ও শিক্ষার্থীদের বহিষ্কার করা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দূর্নীতি ও নতুন কোন বড় ধরনের অপরাধকে ইঙ্গিত করে।

উল্লেখ্য, সম্প্রতি খুবি’তে সাধারণ শিক্ষার্থীদের মৌলিক চাহিদা পূরনে এবং প্রশাসনিক নানা দূর্নীতির বিরুদ্ধে সাধারন শিক্ষার্থীদের আন্দোলন ও আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ৩জন শিক্ষক ও ২জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

শেয়ার