Top

আসুন লালনের মতবাদে উদবুদ্ধ হই : হানিফ এমপি

১৮ অক্টোবর, ২০২২ ১:৩৭ অপরাহ্ণ
আসুন লালনের মতবাদে উদবুদ্ধ হই : হানিফ এমপি
কুষ্টিয়া প্রতিনিধি :

সোমবার (১৭ অক্টোবর) রাতে কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়ায় লালন আঁখড়াবাড়িতে আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মাদ সাইদুল ইসলামের সভাপতিত্বে সোমবার রাতে তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠান ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, আজ অতি দুঃখের সাথে বলতে হয়,একসময় আমাদের দেশে জারি-সারি, ভাটিয়ালি, লালনের গানের প্রচলন ছিল ব্যাপক। সেটি আস্তে আস্তে হারিয়ে গেছে, সেই প্রচলন আর নেই। এই হারিয়ে যাওয়ার কারণেই সাম্প্রদায়িকতার বিষ আস্তে আস্তে ছড়াচ্ছে। আসুন সবাই লালনের মতবাদে উদ্বুদ্ধ হই। আসুন সবাই লাললের দর্শন নিয়ে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ি।

তিনি আরো বলেন, সবাই চিন্তা করে এবং একে অপরকে বলে যে, বড় সরকারি কর্মকর্তা হবে, অর্থ-বিত্তের মালিক হবে। কিন্তু কেউ আদর্শবান মানুষ হওয়ার কথা বলেনি, কেউ আদর্শের মানুষ হওয়ার কথা চিন্তা করে না। কিন্তু লালন সেই আদর্শের মানুষ হওয়ার কথা বলেছে। সেটাই লালন বলে গেছেন, যে মানুষের মধ্যে জাতপাত -গোত্র নয়। মানুষ মানুষের জন্য, ধর্ম যার যার, আমরা মানুষ হিসেবে সবাই সমান।মানুষকে তাদের আত্মশুদ্ধির মাধ্যমে মনের মধ্যের আসল মানুষকে বের করে আনতে হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে লালন তিরোধান দিবসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ উপাচার্য ড. মো. শাহিনুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন- কুষ্টিয়া-১ আসনের সাংসদ আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম।

আলোচনা সভা শেষে লালন মঞ্চে শুরু হয় লালন একাডেমির শিল্পী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল শিল্পীদের অংশগ্রহণে লালন সঙ্গীতানুষ্ঠান।

আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে লালন শাহের মাজার প্রাঙ্গণ, মাঠ, কালি নদীর পাড়ঘেঁষে বসেছে দূরদূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীদের খণ্ডখণ্ড দল। সেখানে ভিড় জমাচ্ছে লাখ লাখ মানুষ। গুরুশিষ্য, ভক্ত-অনুসারী আর দর্শনার্থীদের পদচারণায় মুখরিত  লালন মেলা, পরিনত হয়েছে লাখ লাখ মানুষের মিলন মেলায়।

 

বিপি/ এসএম

শেয়ার