Top
সর্বশেষ

রাজশাহীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন

১৮ অক্টোবর, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উদযাপন
রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন। মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিশুদের নিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও শান্তির প্রতিক কবুতর উড়িয়ে র‌্যালি শোভাযাত্রার মাধ্যমে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনে ১৯ নং ওয়ার্ড কাউন্সলির তৌহিদুল হক সুমন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামানসহ অন্যান্য কাউন্সিলর ও রাসিকের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করে।

শেয়ার