Top
সর্বশেষ

মাধবপুরে এলজিইডি’র রাস্তা গুলোর বেহাল দশা

১৮ অক্টোবর, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ
মাধবপুরে এলজিইডি’র রাস্তা গুলোর বেহাল দশা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার অন্যতম একটি উপজেলা মাধবপুর এই উপজেলা জুড়ে রয়েছে অনেক গুলো শিল্পী কারখানা, যার অধিকাংশ এলজিইডি’ রাস্তার পাশে অবস্থিত যেখানে কাজ করছে হাজার হাজার শ্রমিক, চলাচল ব্যবস্থা ভালো না হওয়াতে বিপাকে পড়তে হচ্ছে শ্রমিকদের।

মাধবপুর উপজেলা জুড়ে এলজিইডি’র আওতাধীন প্রায় সবগুলো রাস্তার বেহাল অবস্থা, কিছু কিছু রাস্তা দিয়ে কোনরকম চলাফেরা করা গেলেও কিছু কিছু রাস্তা রয়েছে যা দিয়ে কোনভাবেই চলাফেরা করা সম্ভব নয়। উপজেলা জুড়ে এমন কয়েকটি রাস্তা রয়েছে রাস্তার মধ্যেখানে গর্ত হয়ে ছোট একটি পুকুরে পরিণত হয়েছে অল্প বৃষ্টিতে কোমর পানি লেগে যায় সে রাস্তার গর্তে।

উপজেলা ঘুরে দেখা যায় এলজিইডি’ আওতাধীন কিছু রাস্তার মেরামত কাজ হাতে নিয়েছে, রাস্তা মেরামত কাজ এত ধীরগতি তে চলতেছে যে কেউ বলতে পারে না কখন শেষ হবে এই মেরামত কাজ। উপজেলার কিছু এলাকায় সরজমিনে ঘুরে দেখা যায় রাস্তার এত বাজে অবস্থা যে, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, উল্লেখযোগ্য জগদীশপুর তেমুনিয়া হতে রতনপুর পর্যন্ত রাস্তার অবস্থা খুবই ভয়াবহ যা নিজ চোখে না দেখলে বোঝা যায় না, অপর দিকে নোয়াহাটি হতে মনতলা তেমুনিয়া পর্যন্ত রাস্তার অবস্থা ভালো নেই, রতনপুর বিশ্বরোড হতে শিমুলঘর রাস্তার অবস্থা খুবি খারাপ, একি অবস্থা বাঘাসুরা ইউনিয়নের দরগা গেট হতে কালীগঞ্জ বাজার পর্যন্ত।

যদিও বাঘাসুরা কিছু অংশে রাস্তা মেরামত কাজ শুরু হয়েছে তবে রাস্তার কাজ খুবই ধীরগতি। ভালো নেই নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট হতে খড়কি বাজার পর্যন্ত রাস্তাও। রতনপুর হতে শিমুলঘর রাস্তার পথচারীরা জানান এমনিতেই আমরা সন্ধ্যার পর বাড়ি ফিরতে পারি না, সামনে শীতকাল তার ওপরে রাস্তায় যে বড় বড় গর্ত এতে গাড়ি একটু স্লো করলেই ডাকাতির সম্ভাবনা রয়েছে অনেক বেশি, শীতকাল আসলে রাস্তার এমন অবস্থা থাকলে সন্ধ্যার পর বাড়ি ফিরাই খুবি মুশকিল।

নাম প্রকাশের অনিচ্ছুক এক পথচারীর জানান, ভাই আমরা দিন মজুরের কাজ করি কাজ থেকে ফিরতে অনেক সময় সন্ধ্যা হয়ে যায় যদিও দুই একটা গাড়ি স্ট্যান্ডে পাওয়া যায় তারাও ২০ টাকার ভাড়া ৭০/৮০ টাকা চেয়ে বসে বাড়ি ফিরতেই যদি ৭০/৮০ টাকা দিতে হয় তাহলে আমরা সংসার চালাবো কিভাবে, যদিও আমরা ভাড়া কম দিতে চাই তখন জি এন জি ড্রাইভার অজুহাত দেখায় রাস্তার অবস্থা ভালো নেই আমাদের খুব কষ্ট করে যেতে হয় আমাদের গাড়ি অনেক ক্ষতি হয় এজন্য আমরা সন্ধ্যার পর বাড়তি ভাড়া নেওয়া ছাড়া উপায় নেই।

উপজেলা প্রকৌশলী অফিসার জনাব মোঃ শাহ আলম জানান, ইতিমধ্যে উপজেলার বিভিন্ন রাস্তার কাজ চলমান বাকি যেগুলো রাস্তা রয়েছে এর মধ্যে অনেকগুলো এ বছরেই কাজ শুরু হবে, বাকি রাস্তা গুলো আসছে বছর টেন্ডার হলে কাজ শুরু হবে।

শেয়ার