Top
সর্বশেষ

কলাপাড়ায় রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা

১৮ অক্টোবর, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
কলাপাড়ায় রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি  :

কলাপাড়ায় আলাউদ্দিন (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালীয়াতলী ইউনিয়নের বাবালাতলা-নয়াপাড়া গ্রামের সংযোগ সড়কের পাশে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মুজাফফার মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রী ছিলেন।

স্থানীয় এবং পুলিশ জানায়, সোমবার শেষ বিকেলে বাবলাতলা বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আলাউদ্দিন। পথিমধ্যে নিহতের বাড়ির প্রায় ১০০ গজ দুরে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের ঘাড়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এ হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতারে পলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

শেয়ার