Top
সর্বশেষ

ভোলার মেঘনায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিক নিখোঁজ

১৮ অক্টোবর, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ
ভোলার মেঘনায় বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে শ্রমিক নিখোঁজ
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে মো. শাহিন (৩০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী বেড়িবাঁধে এ দুঘটনা ঘটে। নিখোঁজ শাহীন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডেও আয়েশাবাগ গ্রামের বাদশা হাওলাদারের ছেলে। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বেতুয়া এলাকায় নদীর তীর ধওে ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন।

দুপুরের দিকে ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে শাহিন নামে এক শ্রমিক নিখোঁজ হন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছেন। অপরদিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বলেন, নিখোঁজ শ্রমিকের সন্ধানের জন্য কোস্টগার্ডের ডুবুরি দল ভোলা থেকে চরফ্যাশনের গিয়ে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

শেয়ার