Top
সর্বশেষ

নান্দাইলে স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার

১৯ অক্টোবর, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
নান্দাইলে স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের নান্দাইলে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকায় অভিযান চালিয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় লুন্ঠিত স্বর্ণ ও রূপার অলংকার উদ্ধার করা হয়। বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুইয়া এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ২৪ সেপ্টেম্বর রাতে নৈশ প্রহরীদের বেঁধে নান্দাইল বাজারে আব্দুল মতিনের মুক্তা জুয়েলার্স ও রফিকুল ইসলামের বিসমিল্লাহ জুয়েলার্সে ডাকাতি করে স্বর্নালংকার ও নগদ টাকা লুট করে সংঘবদ্ধ ডাকাত দল।

মুক্তা জুয়েলার্স থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ৪০ ভরি রূপা এবং বিসমিল্লাহ জুয়েলার্স থেকে ১৩ ভরি স্বর্ণ ও ৫০ ভরি রূপার অলংকার, নগদ সাড়ে চার লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে ককটেল বিস্ফোরন ঘটিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনায় গত ১০ অক্টোবর ঢাকার নবাবগঞ্জ থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিবি।

পরে তাদের দেয়া তথ্য মতে গত মঙ্গলবার সকালে ঢাকার দারুস সালাম থানার দ্বীপনগর থেকে ডাকাত সর্দার হাসমত ও জসিম উদ্দিন মুন্না এবং আদাবর থানার সুনিবিড় আবাসিক এলাকা থেকে স্বর্ণের দোকানদার ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় ইকবালের দোকান থেকে লুন্ঠিত ১১ আনা স্বর্ণালংকার ও
৭০ ভরি রূপা অলংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।

শেয়ার