Top
সর্বশেষ
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মিয়ানমারে ইনসেইন কারাগারে বিস্ফোরণে নিহত ৮

১৯ অক্টোবর, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
মিয়ানমারে ইনসেইন কারাগারে বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত দেশটির ইনসেইন কারাগারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে (১৯ অক্টোবর) কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে তিন কারাকর্মী ও পাঁচ দর্শনার্থী নিহত হয়। খবর বিবিসির।

ইনসেইন কারাগার দেশটির বৃহত্তম কারাগার যেখানে প্রায় ১০ হাজার বন্দী রয়েছে। এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দি।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই কারাগারে হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কারাগারের ডাক ঘরে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো কারাগারে সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, শতাব্দীর প্রাচীন এই কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত।

বর্তমানে মিয়ানমার শাসন করছে সামরিক জান্তা সরকার। গত বছরের ফেব্রুয়ারিতে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটির পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সাধারণ মানুষ জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে।

শেয়ার