Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

মিয়ানমারে ইনসেইন কারাগারে বিস্ফোরণে নিহত ৮

১৯ অক্টোবর, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
মিয়ানমারে ইনসেইন কারাগারে বিস্ফোরণে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক :

মিয়ানমারের ইয়াঙ্গুন শহরে অবস্থিত দেশটির ইনসেইন কারাগারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে (১৯ অক্টোবর) কারাগারের প্রবেশপথে দুটি পার্সেল বোমা বিস্ফোরণে তিন কারাকর্মী ও পাঁচ দর্শনার্থী নিহত হয়। খবর বিবিসির।

ইনসেইন কারাগার দেশটির বৃহত্তম কারাগার যেখানে প্রায় ১০ হাজার বন্দী রয়েছে। এর মধ্যে অধিকাংশই রাজনৈতিক বন্দি।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই কারাগারে হামলার দায় স্বীকার করেনি। হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

কারাগারের ডাক ঘরে কয়েক দফা বোমা বিস্ফোরণ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো কারাগারে সামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, শতাব্দীর প্রাচীন এই কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দীদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত।

বর্তমানে মিয়ানমার শাসন করছে সামরিক জান্তা সরকার। গত বছরের ফেব্রুয়ারিতে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। তারপর থেকেই দেশটির পরিস্থিতি খারাপ হতে শুরু করে। সাধারণ মানুষ জান্তা সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে আসে।

শেয়ার