Top

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন

২০ অক্টোবর, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে যুবকের যাবজ্জীবন
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোকছেদ আলী (২৮) নামে এক যুবককে হেরোইন বহনের দায়ে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত মোকছেদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বজ্রাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির বুধবার (১৯ অক্টোবর) বিকেলে এ দন্ডাদেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট গাজী আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, দন্ডপ্রাপ্ত মোকছেদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনা-বেচা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ২০১২ সালের ২১ ফেব্রæয়ারি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (শাহজাদপুর সার্কেল) উল্লাপাড়া উপজেলার বজ্রাপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালিযে ৩’শ গ্রাম হেরোইনসহ
মোকছেদ আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে উল্লাপাড়া
মডেল থানায় মামলা দায়ের করেন। এক পর্যায়ে মোকছেদ আলী জামিনে ছাড়া পেয়ে আতœগোপন করে। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে
অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার বিকেলে মোকছেদ আলীর অনুপস্থিতিতে বিজ্ঞ আদালত উল্লেখিত রায় দেন।

 

শেয়ার