Top
সর্বশেষ

হাজীগঞ্জে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিন

২০ অক্টোবর, ২০২২ ৫:২০ অপরাহ্ণ
হাজীগঞ্জে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

হাজীগঞ্জে মাদক বিরোধী পৃথক দুই অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ  বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কংগাইশ গ্রামের দাস বাড়ীর সামনে অবস্থান নেয়।

এ সময় ২৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে দু’ইজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার আনিছুর রহমান(৩২) ও রমজান আলী(৩০)।অন্যদিকে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার সামনে অবস্থান নেয় উপ-পরিদর্শক মেজবাহ উদ্দিন ও সহকারী উপ-পরিদর্শক মকবুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে টোরাগড় কাজী বাড়ীর দেলোয়ার হোসেন দেলু(৩৮) কে ১১০ পিস ইয়াবা ট্যাবেলটসহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার