Top
সর্বশেষ

বিশ্ব বাজারে কমেছে সোনার দাম

২০ অক্টোবর, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
বিশ্ব বাজারে কমেছে সোনার দাম
বাণিজ্য ডেস্ক :

বিশ্ব বাজারে সোনার দাম আরেক দফা কমেছে। গত তিন সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মূল্য বেড়েছে। পাশাপাশি দেশটির ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে।

স্বভাবতই মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। এসব চাপে দামি ধাতুটির দর পড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

বুধবার (১৯ অক্টোবর) স্পট মার্কেটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক সোনার দরপতন হয়েছে ১ দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্স বিক্রি হয়েছে ১৬২৭ ডলার ৮১ সেন্টে। গত ২৮ সেপ্টেম্বরের পর যা সর্বনিম্ন।

অন্যদিকে ফিউচার মার্কেটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক সোনার দাম নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৩ শতাংশ। আউন্সপ্রতি তা বিকিয়েছে ১৬৩৪ ডলার ২ সেন্টে।

টিডি সিকিউরিটিজের পণ্য কৌশল প্রধান বার্ট মেলেক বলেন, আগামীতেও কঠোর মুদ্রানীতি গ্রহণ করতে পারে ফেড। আবার সুদের হার বাড়াতে পারে তারা। ফলে সোনার বাজারে উদ্বেগ বিদ্যমান রয়েছে।

শেয়ার