Top
সর্বশেষ

কৃষকদের সমর্থনে অনশনে বসবেন আন্না

২৯ জানুয়ারি, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ণ
কৃষকদের সমর্থনে অনশনে বসবেন আন্না

কৃষকরা আন্দোলনে সমর্থন জানিয়ে ৩০ জানুয়ারি থেকে অনশনের ঘোষণা দিয়েছেন ভারতের সামাজিক আন্দোলনকর্মী আন্না হাজারে। এটিই তার ‘জীবনের শেষ’ অনশন বলেও জানান ৮৪ বছর বয়সী আন্না।

ভারতে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত কয়েক মাস ধরে কৃষকরা আন্দোলন করে আসছেন। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি নিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানী নয়াদিল্লি।

আগেই আন্না হাজারে কৃষক আন্দোলনের সমাধান না হলে জানুয়ারির শেষে অনশনে বসার কথা জানিয়েছিলেন।

সমর্থকদের এই আন্দোলনে যোগ দেয়ার অনুরোধ জানিয়েছেন আন্না। তিনি মনে করেন, নতুন কৃষি আইন কোনো গণতান্ত্রিক নিয়ম মেনে হয়নি এবং দেশে কোনো নতুন আইন তৈরিতে জনসাধারণের অংশগ্রহণ জরুরি।

৮৪ বছর বয়সী এই সমাজকর্মী বলেন, ‘কেন্দ্রীয় সরকার কৃষকদের বিষয়ে কোনো সঠিক সিদ্ধান্ত নিচ্ছে না ৷ সরকার কৃষকদের প্রতি সংবেদনশীল নয়।’ এই ইস্যুতে গত তিন মাসে আন্না পাঁচবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছেন। তবে বিষয়টি নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তের কথা জানায়নি মোদি সরকার।

তিনি আরও বলেন, ‘কৃষকদের বিষয়টি নিয়ে আমি পাঁচবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলাম। কোনো উত্তর আসেনি। তাই জীবনের শেষ অনশনে বসার সিদ্ধান্ত নিলাম।’

শেয়ার