Top

ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২১ অক্টোবর, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ
ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভোলা প্রতিনিধি :

সারাদেশ ধর-পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মিদের কারাগারে প্রেরন, পুলিশি হামলা, আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে ভোলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) ভোলা জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আদালতে একটি মামলার হাজিরা শেষে আদালত চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু করে শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদিক্ষণ শেষে মহাজনপট্রিস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হন।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, তরিকুল ইসলাম কায়েদ, মো. কবির হোসেন, ভোলা সদর থানা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা বিএনপি নেতা ও সাবেক বাপ্তা ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু মোল্লা, জেলা যুবদল দলের যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন প্রমূখ।

এসময় ভোলা জেলা, সদর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ সকল অঙ্গ-সংগঠনসহ বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ধর-পাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে নেতা কর্মিদের কারাগারে প্রেরন, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে ভাল নেই তারা এখন আর কাউকে ভয় পায় না। বিএনপির নেতাকর্মীদের কোন শক্তিই দাবিয়ে রাখতে পারবে না।

 

শেয়ার