Top
সর্বশেষ

তিন দিন পর মেঘনার তীরে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের মরদেহ

২১ অক্টোবর, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
তিন দিন পর মেঘনার তীরে ভেসে উঠলো নিখোঁজ শ্রমিকের মরদেহ
ভোলা প্রতিনিধি :

তিন দিন পর মেঘনা নদীতে পড়ে নিখোঁজ নিখোঁজ শ্রমিক শাহীন হাওলাদার (৩০)’র মরদেহ ভেসে উঠলো।

শুক্রবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকার মেঘনা নদীর তীরবর্তী এ মরদেহ ভেসে উঠে।

নিহত শাহীন হাওলাদার উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়শাবাগ গ্রামের বাদসা হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার বিকাল বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী প্রশান্তি পার্ক এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে সদেখে শাহীন হাওলাদারের পরিবারে সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্য এসে মরদেহ উদ্ধার করেন।

চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত বলেন, স্থানীয়রা বিকাল সাড়ে ৩ টার দিকে বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন প্রশান্তি পার্ক এলাকার মেঘনা নদীর তীরবর্তী মেঘনা নদীর পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পানি উন্নয়ন বোর্ড এবং তার পরিবারের সদস্যদের খবর দেন।

উল্লেখ্য- গত মঙ্গলবার ১৮ অক্টোবর চরফ্যাশন উপজেলায় বেতুয়া লঞ্চ ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে বালু ভর্তি জিও ব্যাগ ফেলতে গিয়ে পানিতে পড়ে শ্রমিক মো. শাহিন হাওলাদার নিখোঁজ হন। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মী ও ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার