করোনাভাইরাসের উৎসভূমি হিসেবে পরিচিতি চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম দিকে যে হাসপাতালে ভাইরাস আক্রান্ত রোগীরা ভর্তি হয়েছিল; সেই হাসপাতাল পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল।
স্থানীয় সময় শুক্রবার প্রতিনিধি দলের সদস্যরা এই হাসপাতাল ঘুরে দেখেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
সকালে চীনের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সদস্যরা। এরপর হসপিটাল অব ইন্টিগ্রারাটেড চাইনিজ অ্যান্ড ওয়ের্স্টান মেডিসেনে যান তারা।
২০১৯ সালে বয়স্ক এক দম্পতিকে চিকিৎসা দেওয়ার পর এই হাসপাতালের একটি বিভাগের প্রধান ঝ্যাং জিজিয়ানের করোনার আক্রান্ত হওয়ার খবর দেয় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এটিই ছিল দেশটিতে ভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে সরকারের পক্ষ থেকে দেওয়া প্রথম সংবাদ।
রয়টার্স জানিয়েছে, চীনের পৌঁছানোর পর স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের কোয়ারেন্টাইন শেষ হয়েছে বৃহস্পতিবার। শুক্রবারই প্রথম পরিদর্শনে বের হলো তারা। দুই সপ্তাহ ধরে উহানের বিভিন্ন ল্যাব, মার্কেট এবং হাসপাতালসহ বিভিন্ন স্থান ঘুরে দেখবেন স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলের সদস্যরা।
ভিসাসহ বেশ কিছু জটিলতার পর গত ১৪ জানুয়ারি করোনাভাইরাসের উৎস খুঁজতে উহানে পৌঁছায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের প্রতিনিধি দলটি।
২০১৯ সালের ডিসেম্বরে উহানের একটি মার্কেট থেকে মহামারি করোনা ছড়িয়ে পড়ে। এরপর এখন পর্যন্ত দাপট দেখিয়ে চলছে এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ; বাড়ছে এতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও।