সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬৪ বারে ৮৭ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে নাভানা সিএনজির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৪৭ বারে ১০ লাখ ৪৩ হাজার ৮১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮ বারে ২ লাখ ৭৭ হাজার ৬৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো লিমিটেডের ১.২৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.২৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.১৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.০৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ০.৯৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ০.৭৬ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস