Top
সর্বশেষ
আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ

প্রধানমন্ত্রী হতে পারা বিরাট সম্মানের: লিজ ট্রাস

২৬ অক্টোবর, ২০২২ ৯:১২ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী হতে পারা বিরাট সম্মানের: লিজ ট্রাস
আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত মঙ্গলবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এ দিনই স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে লন্ডনে রাজপরিবারের প্রধান কার্যালয় বাকিংহাম প্যালেসে গিয়ে এই পদত্যাগপত্র জমা দেন। খবর বিবিসির।

দেশটির রাজনৈতিক প্রথা অনুযায়ী বাকিংহাম প্যালেসের সামনে দাঁড়িয়ে জাতির উদ্দেশে শেষ ভাষণ দেন তিনি। ভাষণে কনজারভেটিভ নেত্রী বলেন, এই মহান দেশের প্রধানমন্ত্রী হওয়া আমার জন্য খুবই সম্মানের একটি ব্যাপার ছিল। এমন এক ঐতিহাসিক সময়ে আমি এই দায়িত্বে এসেছিলাম, যখন নিজের ৭০ বছর শাসনের মেয়াদ শেষ করে মহামান্য রানী প্রয়াত হয়েছেন এবং রাজা তৃতীয় চার্লস দেশের সিংহাসনে আসীন হয়েছেন। তিনি সবচেয়ে কম সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকলেও এটা তাঁর জন্য বড় অর্জন।

তিনি নতুন নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত ঋষি সুনাকের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের উজ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

শেয়ার