Top
সর্বশেষ

পুঁজিবাজারে মূল্য সূচকের সাথে বাড়ছে লেনদেন

২৭ অক্টোবর, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
পুঁজিবাজারে মূল্য সূচকের সাথে বাড়ছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক :

লেনদেন বন্ধ হওয়ার পরবর্তী দুই দিনে ঢাকা স্টক একচেঞ্জ তথা ডিএসইতে টানা মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। আগের দিনের তুলনায় মূল্যসূচকে ১৬.১৫ পয়েন্ট বাড়তিতে লেনদেন শেষ করে এই প্রতিষ্ঠানটি। মূল্য সূচকের পাশাপাশি এ দিনে বেড়েছে লেনদেনের পরিমান। আগের কার্যদিবসের তুলনায় মোট ৭৫৮৬ মিলিয়ন লেনদেন বেড়েছে। এতে বৃদ্ধি পেয়েছে মোট হাওলার পরিমানও। গত ২৫ তারিখের তুলনায় মোট ১৬ হাজারের অধিক হাওলা সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ডিএসই এর পাশাপাশি এদিন দেশের আরেক শেয়ারবাজার সিএসইতেও বেড়েছে মূল্য সূচক। তবে এখানে কমেছে লেনদেনের পরিমান।

ডিএসইর সূত্র মতে, গতকালে লেনদেন শেষে ঢাকা স্টক একচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স এ ১৬.১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ২.৬৪ পয়েন্ট বেড়ে ১৩৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচকে গতকাল পয়েন্ট হ্রাস পেলেও আজ বৃদ্ধি পেয়েছে। গত কার্যদিবসের তুলনায় ৫.৪৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ২২৪৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন মোট ৩৫৪টি কোম্পানির শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে মোট ৭১টি কোম্পানির দাম বেড়েছে, বিপরীতে দাম কমেছে ৪৬টির কোম্পানির। তবে গতকাল পুঁজিবাজারে অংশগ্রহন করলেও ২৩৭টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়নি।

ডিএসই এর পাশাপাশি সিএসইতেও মূল্যসূচক বৃদ্ধি পেয়েছে। গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৭৭ পয়েন্টে অবস্থান করছে । গতকাল সিএসইতে মোট ২০১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এতে মোট ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কমেছে ৪৩টির। তবে অপরিবর্তিত রয়েছে ১১০টি কোম্পানির শেয়ারের দর।

গতকাল ডিএসইতে শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মোট লেনদেন হয়েছে ৭৪১ কোটি ৮০ লাখ টাকা। এর আগের দিন ডিএসইতে মোট ৬২৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছিল। হিসেব অনুযায়ী আগের কার্যদিবসের তুলনায় গতকাল মোট ১১৮৩০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে।

টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিলো বেক্সিমকো লিমিটেড। তাছাড়া অরিয়ন ফার্মা, সি পার্ল ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিডিকম অনলাইন, এডিএন টেলিকম পর্যায়ক্রমে লেনদেনের খাতে নেতৃত্ব দিয়েছে। ট্রেড দর অনুযায়ী গতকালের লেনদেনে সবচেয়ে বেশি মূল্য ছিলো বিডিকম অনলাইন লিমিটেডের। তাছাড়া জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লি এবং আনোয়ার গ্যালভানাইজিং এর ট্রেড দর ক্রমানুযায়ী সর্বোচ্চ ছিলো।

মঙ্গলবার সিএসইতেও আগের দিনের তুলনায় লেনদেন বৃদ্ধি পেয়েছে। এদিন মোট ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৯৯ লাখ টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট।

শেয়ার