সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৮৩ বারে ১ লাখ ৩৯ হাজার ১৬৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৯৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আরামিটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৪৪ বারে ৬২ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি ল্যাম্পসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬ বারে ১ লাখ ৬৬ হাজার ৫২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৭১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এপেক্স ফুডসের ৬.৪৯ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৫.৫৮ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৪২ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৫.২৮ শতাংশ, সোনালী আঁশের ৫.১৭ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৪.৯২ শতাংশ এবং পেপার প্রসেসিংয়ের শেয়ার দর ৪.৭৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস