Top
সর্বশেষ

ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

২৮ অক্টোবর, ২০২২ ৬:৩৪ অপরাহ্ণ
ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন-সভাপতি নূর ইসলাম, সম্পাদক আবুসিনা জোবায়ের।

শুক্রবার সেঁজুতি বিদ্যানিকেতন অঙ্গনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শেরপুর নালিতাবাড়ী উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে দূপুর ১২টায় ভোট গ্রহণ শেষ হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোজাম্মেল হক।নির্বাচনে সহপ্রিসাইডিং ছিলেন অধ্যাপক মফিজুল ইসলাম ও ডেমোনেস্ট্রেটর আবুল হাশেম।

দুপুরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।

মোট ভোটার ৭৮ জন,ভোট কাস্ট হয়েছে ৭৭টি।৫৭ ভোট পেয়ে টানা চতুর্থবার সভাপতি নির্বাচিত হন মোটরসাইকেল প্রতীকে নূর ইসলাম।

নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বাবু পরিতোষ সাহা বাইসাইকেল প্রতীক পেয়েছেন ১৩ ভোট।

৫৭ ভোট পেয়ে তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন দোয়াত কলম প্রতীকে আবুসিনা জোবায়ের।প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান ২৮ ভোট পেয়ে পরাজিত হোন।
৫২ ও ৪৪ ভোট পেয়ে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকে নুরুল আমিন ও ডালিম প্রতীকে রাশেদুজ্জান মামুন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকে আনোয়ার হোসেন পেয়েছেন ৩৮ ভোট।

সভাপতি পদে ভোট ৯টি ও সম্পাদক পদে ৪টি ভোট নষ্ট হয়েছে।নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।

নির্বাচন পরিদর্শন করতে আসেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দীক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ফারুক আহমেদ বকুল,ট্রাক মালিক সমিতির সভাপতি বাবু অরুণ সরকার,সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতি শেরপুর জেলা শাখার পরিচালক লিটন নন্দী, গণমাধ্যমকর্মী মোমেন, উজ্জ্বল, আমিরুল, শাহাদত তালুকদার,নালিতাবাড়ী থানার এস আই সুমন সহ ভোটার, সাপোর্টার ।

শেয়ার