ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৬৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২৭ কোটি ২১ লাখ ৫১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১ কোটি ৭৬ লাখ ৬০ হাজার ২৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২০৫ কোটি ৩৯ লাখ ৭১ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সোনালী পেপারের ২০ লাখ ৪ হাজার ৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ১৫ লাখ ১১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্লের ১৪১ কোটি ৩০ লাখ ১৩ হাজার টাকার, ইন্ট্রাকো ১৩৯ কোটি ৮৩ লাখ ৭৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৩৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ১৩৭ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার টাকার, এডিএন টেলিকমের ১১৮ কোটি ৭ লাখ ৬২ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৮৭ কোটি ৫১ লাখ ৩৩ হাজার টাকার ও জেএমআই সিরিঞ্জের ৮৫ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস