Top

ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

২৯ অক্টোবর, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
ঝিনাইদহে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ কালীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। ২৯ শে অক্টোবর শনিবার দুপুর ১২ টার সময় বাংলাদেশ পুলিশ কালীগঞ্জ থানার আয়োজনে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালী থানা চত্বর থেকে বের করা হয়, র‍্যালীটি কালীগঞ্জ শহরে প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র জনাব, আশরাফুল আলম (আশরাফ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জামির হোসেন, ১ নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু, ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনি লস্কার, ৯ নং বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ১১ নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, ইমদাদুল হক সোহাগ সহ কালীগঞ্জ থানার সকল পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা।

 

শেয়ার