Top

খানসামা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা

২৯ অক্টোবর, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
খানসামা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের খানসামা থানা পুলিশের আয়োজনে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে থানা পুলিশের আয়োজনে এটি পালিত হয়।

থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক সফিউল আযম চৌধুরী লায়ন। এসময় উপস্থিত ছিলেন উপজেল মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ওসি (তদন্ত) তাওহীদ ইসলাম, খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, কমিউনিটি পুলিশিং এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীগণ।

সভায় বক্তারা, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে থানা পুলিশের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান।

শেয়ার