Top
সর্বশেষ

রাকাব-বিএইচবিএফসি ও কর্মসংস্থান ব্যাংকের গণশুনানী অনুষ্ঠিত

২৯ অক্টোবর, ২০২২ ৬:০১ অপরাহ্ণ
রাকাব-বিএইচবিএফসি ও কর্মসংস্থান ব্যাংকের গণশুনানী অনুষ্ঠিত
বাণিজ্য ডেস্ক :

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) ও কর্মসংস্থান ব্যাংকের সম্মিলিত আয়োজনে অংশীজনের অংশগ্রহণে গণশুনানী অনুষ্ঠিত।

শনিবার (২৯ অক্টোবর) পঞ্চগড় জেলা প্রশাসকের সভাকক্ষে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচবিএফসি চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহিদুল হক, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার, বিএইচবিএফসি ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল মান্নান।

পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকসমূহের অংশীজনের অংশগ্রহণে ব্যাংকের সেবা, সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়। এসময়ে তিন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার