Top
সর্বশেষ

পিরোজপুরে জেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

৩০ অক্টোবর, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
পিরোজপুরে জেলা আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলা ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলন উপলক্ষে পিরোজপুরে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের টাউনক্লাব মিলনায়তনে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ এ কে এম এ আউয়াল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার, সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ মো: হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আজিম, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য ও স্বরুকাঠী পৌসভার মেয়র গোলাম কবির প্রমুখ।

বিশেষ বর্ধিত সভায় মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে উপ কমিটির গঠন নিয়ে আলোচনা করা হয়। এ উপ কমিটিই মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের বিষয়ে কাজ করবে।

শেয়ার