Top
সর্বশেষ

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা হা-ডু-ডু

৩১ অক্টোবর, ২০২২ ২:৪০ অপরাহ্ণ
হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় খেলা হা-ডু-ডু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হা-ডু-ডু এখন অনেকটাই বিলুপ্তির পথে। গ্রামের কাচা রাস্তায়, মাঠে, বাগানে বা খোলা স্থানে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হতো জাতীয় খেলা হা-ডু-ডু।

কালের আবর্তে এখন আর দেখা যায় না জাতীয় খেলা হা-ডু-ডু। আধুনিক খেলা এবং যান্ত্রিক জীবনের ব্যস্ততার কাছে হেরে গেছে গ্রাম বাংলার জনপ্রিয় এই খেলাটি।

বিভিন্ন দিবসে গ্রাম বাংলায় খেলাধুলার একটি অংশ ছিলো জনপ্রিয় খেলা হা-ডু-ডু। এখন কোনো দিবসেই আয়োজন করতে দেখা যায় না খেলাটি।

কালের আবর্তে চাঁদপুরের হাজীগঞ্জ থেকেও হারিয়ে যাচ্ছে জনপ্রিয় এই খেলা। এখন নতুন প্রজন্ম জানেই না এই খেলাটি সম্পর্কে, ভুলতে বসেছে অন্যরাও। তাই নতুন করে তৈরি হচ্ছে না হা-ডু-ডু খেলোয়াড়।

উপজেলায় বিশেষ দিবস গুলোতে গ্রামে গ্রামে জমজমা ভাবেই হা-ডু-ডু খেলার আয়োজন করা হতো। চারদিকে বিরাজ করতো আনন্দ-উচ্ছ্বাস। হা-ডু-ডু খেলার আয়োজনকে ঘিরে উপজেলা জুড়ে চলতো মাইকিং প্রচার-প্রচারণা। খেলাটি দেখতে মাঠের চার পাশে ভিড় জমাতো হাজারো দর্শক।

উপজেলার প্রাক্তন হা-ডু-ডু খেলোয়াড় মঞ্জু মুন্সী, খায়ের হোসেন ও সেলিম মিয়া জানান, গ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে হা-ডু-ডু খেলাটি। জনপ্রিয় খেলাটি আবার ফিরিয়ে আনার দরকার। তাহলে গ্রাম বাংলার খেলাটি প্রাণ ফিরে পাবে।

শেয়ার