সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫ হাজার ৮৬১ বারে ২৪ লাখ ৫৭ হাজার ৬২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ৩২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে মনোস্পুল পেপারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১৮৯ বারে ২ লাখ ৬৮ হাজার ১৭৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৬ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৯৯ বারে ১৭ লাখ ২৯ হাজার ১০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পেপার প্রসেসিংয়ের ৭.৩৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.৬৭ শতাংশ, জেমিনি সী ফুডের ৬.৬৫ শতাংশ, জুট স্পিনার্সের ৬.৩৫ শতাংশ, বিকন ফার্মার ৬.১৭ শতাংশ এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৫.৯৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস