রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কাপ্তাই ন্যাশনাল পার্কে ২টি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সোমবার (৩১অক্টোবর) সকালে অজগর সাপ দু’টিকে অবমুক্ত করে বন বিভাগ।
কাপ্তাই বন বিভাগ জানায়- রোববার কাপ্তাই ৪১বিজিবি থেকে একটি অজগর উদ্ধার করা হয়। অপরটি উদ্ধার করা হয় একইদিন জেলা শহরের কলেজ গেইট এলাকা থেকে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ বলেন- উদ্বার হওয়া সাপ দু’টি রাঙামাটি বন সংরক্ষক (সিএফ) মো.মিজানুর রহমান ও বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান’র (ডিএফও) দিকনির্দেশনা মোতাবেক কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৬ মাসে উদ্বার হওয়া বিরল প্রজাতির ২টি বানর, ৭টি অজগর সাপ, ৪টি ময়না, ১টি হরিণ ও একটি লজ্জাবতী বানর কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে বন বিভাগ।