Top

হিজড়াদের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা: পুলিশ সুপার শেরপুর

৩১ অক্টোবর, ২০২২ ৫:২১ অপরাহ্ণ
হিজড়াদের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষণা: পুলিশ সুপার শেরপুর
শেরপুর প্রতিনিধি :

শেরপুরে সরকারি গুচ্ছগ্রামে বসবাসকারি হিজড়াদের জন্য পৃথক কবরস্থান নির্মাণের ঘোষনা দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। সেইসাথে জেলার তালিকাভুক্ত ৫২ জন হিজড়ার মধ্যে যে কারও মৃত্যু ঘটলে তিনি তার মরদেহ সৎকার এবং কাফন-দাফনের সকল ব্যয় ব্যক্তিগতভাবে বহনের দায়িত্ব নেওয়ার কথাও জানান। শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে পুলিশ সুপার এমন ঘোষণা দেন।

৩০ অক্টোবর রবিবার সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার আন্ধারিয়া-সুতিরপাড় এলাকায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠির গুচ্ছগ্রাম প্রাঙ্গনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শেরপুর জেলা হিজড়া কল্যাণ সংস্থা।

শেয়ার