সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৯৫ বারে ২৯ লাখ ৬৮ হাজার ৮০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইলুব-রেফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ । কোম্পানিটি ৫০৬ বারে ১৬ লাখ ৮৮ হাজার ৮০৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নাভানা ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ২২ হাজার ২১৮ বারে ৪১ লাখ ৭৮ হাজার ২৪৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪০ কোটি ৯৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেনেক্সের ৯.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৯.৮৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৭ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৭৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৯.৭২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস