সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৯৫২ বারে ২ লাখ ৬৩ হাজার ১২২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আরামিটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৫৪ বারে ৩০ হাজার ৯১৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৫০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৫৬৪ বারে ৫ লাখ ৯৯ হাজার ৫৩৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইন্ট্রাকোর ৪.০৪ শতাংশ, এপেক্স ফুডসের ৩.৮৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩.৬১ শতাংশ, ফার্মা এইডসের ২.৯৮ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ২.৭৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ২.৬৭ শতাংশ এবং বিকন ফার্মার শেয়ার দর ২.৪৮ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস