Top
সর্বশেষ

পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

০২ নভেম্বর, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
পিরোজপুর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ কে সফল করার লক্ষে বর্ধিত সভা করেছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ।

বুধবার বেলা ১১টায় জেলা যুবলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ। জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জসিম মাতুব্বর, কেন্দ্রিয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো: মাজাহারুল ইসলাম, কেন্দ্রিয় যুবলীগের সহ সম্পাদক মো: গোলাম ফেরদৌস ইব্রাহীম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, সদর উপজেলা যুবলীগের সভাপতি কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মুজিব অভি প্রমুখ।

বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫০ বছর পূর্তি ও সূবর্ণ জয়ন্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ কে সফল করার লক্ষে পিরোজপুর জেলা যুবলীগের নেতৃত্বে বিভিন্ন ইউনিটের যুবলীগের কত নেতাকর্মী যুব মহাসমাবেশে যোগদান করবে সে বিষয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার