Top

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ

০৩ নভেম্বর, ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. ফরহাদ হোসেনকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। তৃতীয় শ্রেণীতে এডহক ভিত্তিতে কর্মরত ২২জন কর্মচারীর চাকুরী স্থায়ীকরণের দাবিতে বৃহস্পতিবার সকালে ভাইস-চ্যান্সলরের (ভিসি) কার্যালয় তালাবদ্ধ করা হয়। আন্দোলনকারীরা জানায়, গত (৩০ অক্টোবর) তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপিতে ১৪ দফা দাবি জানানো হয়। এছাড়া স্মারকলিপি প্রদানের পরেও কেয়ারটেকার পদের নিয়োগ বোর্ড রাখায় তারা ভাইস-চ্যান্সেলরের কার্যালয় তালাবদ্ধ
করেন। এ বিষয়ে আন্দোলনকারী ও তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মাহফুজুর রহমান জানান, তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির (মাভাবিপ্রবিতৃকস) কার্যকরী পরিষদ ৩৯তম সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩য় শ্রেণীর সকল সদস্য কর্মবিরতি পালন করবে। তবে অ্যাম্বুলেন্স, ছাত্র-ছাত্রী সংশ্লিষ্ট এবং জরুরী সেবা সমূহ চালু থাকবে। এছাড়া অন্যান্য সকল পরিবহন সেবা বন্ধ থাকবে। ৩য় শ্রেণীর আন্দোলনের সাথে ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতিও একাত্মতা প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, অভ্যন্তরীণ রিজেন্ট বোর্ড সদস্য, ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সিনিয়র শিক্ষকবৃন্দ
আন্দোলনকারীদের সাথে দফায় দফায় আলোচনা করলেও সমস্যার সমাধান না হওয়ায় ভাইস-চ্যান্সেলর তালাবদ্ধ অবস্থায় রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গণমাধ্যমের সাথে কোন কথা বলছেন না।

শেয়ার