দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত এক মাসে আজ সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। এদিনে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫১২ কোটি টাকা। যা গত ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ শেয়ার এবং ইউনিট কেনাবেচার পরিমান। এর আগে গতকাল দীর্ঘদিন পরে ডিএসইতে সর্বোচ্চ ১ হাজার ৪৬২ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বিশেষজ্ঞরা জানান, চেক নগদায়ন করে শেয়ার কেনার সিদ্ধান্ত পরিবর্তন করায় পুঁজিবাজার গতি ফিরে পেয়েছে। এর আগে বিএসইসির নির্দেশনায় গত ১১ অক্টোবর চেক নগদায়ন না হওয়া পর্যন্ত শেয়ার কেনা যাবে না বলে পুরাতন সিদ্ধান্ত জারি করে ডিএসই। এতে অধিকাংশ বিনিয়োগকারী শেয়ারবাজারে বিনিয়োগ করতে আগ্রহ হারান। ফলে পুঁজিবাজারে লেনদেনের সংখ্যা কমে অধিকাংশ শেয়ারের দাম ফ্লোর প্রাইসে নেমে আসে।
বাজারে লেনদেনের দুরবস্থায় পুরাতন নিয়মের সিদ্ধান্তে পরিবর্তন আনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে চেক জমা দিয়েই শেয়ার কেনার সিদ্ধান্ত পুনরায় জারি করে বিএসইসি। এতে বিনিয়োগকারীরা বাজারে নতুন করে বিনিয়োগ করা শুরু করে। ফলে দরপতনের দিনে ফ্লোর প্রাইসে পড়ে থাকা অধিকাংশ শেয়ার এবং ইউনিটের দর নতুন করে প্রাণ ফিরে পায়। বাজারে শেয়ার ক্রয়-বিক্রয়ের পরিমান বাড়তে থাকে।
এদিকে দর বৃদ্ধির দিনে ডিএসইতে বেড়েছে মূল্য সূচক পয়েন্ট। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের তুলনায় আজ প্রায় ২২ পয়েন্ট বেড়েছে। এতে লেনদেনের সমাপ্তিতে ডিএসইএক্স সূচকটি বেড়ে ৬ হাজার ৩৮৯ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া ডিএসই শরীয়াহ সূচক প্রায় ২ পয়েন্ট বেড়ে ১৪০১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক প্রায় ৯ পয়েন্ট বেড়ে ২২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিপি/এমআই