ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৪২২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪০৪ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ২ কোটি ১৯ লাখ ৭ হাজার ৯৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ২৫৮ কোটি ৭ লাখ ৩৩ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা নাভানা ফার্মার ২ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৯০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১২ কোটি ১৩ লাখ ২ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন হাউজিংয়ের ২১০ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ২১০ কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ২০৩ কোটি ১৬ লাখ ৭ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ১৬৮ কোটি ১০ লাখ ৯৯ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৬৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ১৫৮ কোটি ৮২ লাখ ৮৯ হাজার টাকার এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১২৪ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস