Top
সর্বশেষ

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

০৫ নভেম্বর, ২০২২ ১২:০৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলের মির্জাপুরে পাশের বাড়ির বিল্ডিং তৈরীর জন্য ব্যাচ কাটার গর্ত থেকে আব্দুল্লাহ (৩) ও খাদিজা (৩) নামে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। আব্দুল্লাহ ও খাদিজা মামাতো ভাই ও ফুফাতো বোন। দুই শিশুর লাশ উদ্ধারের পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মির্জাপুর উপজেলার সোহাগ পাড়া গ্রামের খোরশেদ মিয়া ওরফে খুক্কু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু আব্দুল্লার পিতার নাম লাল খান, গ্রামের বাড়ি সোহাগপাড়া গ্রামে এবং খাদিজার পিতার নাম ফজলুল হক, গ্রামের বাড়ি সখীপুর উপজেলার নলুয়া গ্রামে।

খাদিজার পিতা ফজলুল হক জানান, শুক্রবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও তাদের না পেয়ে পাশের বাড়ির খোরশেদ মিয়া ওরফে খুক্কু মিয়ার বাড়ির বিল্ডিং তৈরীর জন্য ব্যাচ কাটার গর্ত থেকে দুইজনের লাশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাওয়া যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। কিভাবে এই দুই শিশু ওই গর্তে গিয়েছে, এটা রহস্যজনক বলে তারা দাবী করছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার পর টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি তদন্তগিয়াস উদ্দিন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব হোসেন খান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব হোসেন খান বলেন, দুই শিশুর লাশ পাশের বাড়ির খোরশেদ মিয়ার বিল্ডিং তৈরীর জন্য ব্যাচ কাটার গর্তের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।

শিশুর পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

বিপি/এমআই

শেয়ার