Top
সর্বশেষ

দাউদকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত

০৫ নভেম্বর, ২০২২ ৩:১৬ অপরাহ্ণ
দাউদকান্দিতে জাতীয় সমবায় দিবস পালিত
কুমিল্লা (উত্তর)প্রতিনিধি :

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে দাউদকান্দিতে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসানের সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আসলাম।

প্রত্যয় ঋনদান সমবায় সমিতির ম্যানেজার মোঃ পারভেজ রানা উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কান্ডার খোরশেদ আলম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মোসাম্মৎ জেবুননেছা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ শাহ আলম মোল্লা।

অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি রুহুল আমিন, শিকদার সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সাধারন সম্পাদক এডভোকেট মোঃ রাসেল আহমেদ রাফি, ক্লাসিক বহুমূখী সমবায় সমিতির সভাপতি শাহিনা বেগম প্রমূখ।

শেয়ার