Top

খানসমায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত

০৫ নভেম্বর, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
খানসমায় ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত
দিনাজপুর (খানসামা) প্রতিনিধি :

“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন‘”এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‍্যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও রাশিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খানসামা ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবীর, উপজেলা সমবায় অফিসার মাহফুজার রহমান ও সমবায়ীগণ।

শেয়ার