কৃত্রিম পা পাওয়া সেই আছমা এবার এইচএসসি পরিক্ষার্থী। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে হাসিমুখে বাবার সাথে তাকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে। আছমা বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজ এ মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রোববার সকালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ কেন্দ্রে তার দেখা মিলেছে।
দুর্ঘটনায় পা হারানো আছমা জীবন যুদ্ধে কখনো হার মানতে চাননি। তাই ট্রেচারের উপর ভর দিয়ে নিয়মিত কলেজে হাজির হতেন। এইচএসসি ২০২১-২২ শিক্ষা বর্ষে পড়ুয়া শিক্ষার্থী আছমা আক্তার যখন কলেজে প্রবেশ করছে ট্রেচারে ভর করে তখনই নজরে আসে স্থানীয় এক সাংবাদকর্মীর । এর পর এক প্রতিবেদনে আছমার জীবন এবং বাকরুদ্ধকর স্বপ্নগুলো তুলে ধরা হয়।
আছমাকে নিয়ে করা প্রতিবেদনে একটি কৃত্রিম পায়ের জন্য সহযোগিতা চাওয়া হয়। প্রতিবেদনটি দেখে আনিস মজুমদার নামের এক বিত্তবান এগিয়ে আসে। সেই কৃত্রিম পায়ে ভর করে বাবার হাত ধরে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজে আসেন আছমা আক্তার। এ সময় সংগ্রামী জীবনকে সঙ্গী করে পরীক্ষা দিতে আসা আছমা আক্তার ও তার বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।
আছমা আক্তার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচৌঁ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়ির কফিল উদ্দিনের মেয়ে। চার বোন দুই ভাইয়ের মধ্যে আছমা আক্তার চতুর্থ।
ছোট বেলায় এক পা হারিয়ে স্বপ্ন দেখতেন একটি কৃত্রিম পায়ের। সেই স্বপ্ন পূরণ হয় ২০২১ সালে। তিনি হাজীগঞ্জ উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণি ও রামপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। আছমা ভবিষ্যৎতে রাষ্ট্র বিজ্ঞানে উচ্চ শিক্ষা গ্রহন করতে চায়।
বিপি/এমআই