সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১০৯ বারে ২ লাখ ২০ হাজার ৮২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ২৮ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে হাক্কানি পাল্পের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৪২ বারে ৫ লাখ ৯২ হাজার ৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২৭ বারে ১ লাখ ৫৮ হাজার ৩৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিবিএসের ৫.৮৩ শতাংশ, সী পার্লের ৫.২০ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৪.৩৫ শতাংশ, পেনিনসুলার ৪.৩৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪.৩৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.২২ শতাংশ এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.০৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস